নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে পল্লবী থানা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ৩নং ওয়ার্ড যুবদল।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর মিরপুর ১০ বেনারসি পল্লীর সামনে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এতে পথচারী মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্লবী থানা ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দেওয়ান বিপ্লব আমিন রাজিব, সদস্য সচিব রাজন,পল্লবী থানা যুবদল নেতা মো: সোলায়মান চৌধুরী,মো: জিয়ারুল ইসলাম জিহাদ প্রমুখ।
ইফতার বিতরণ কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অংশ নেন এবং সাধারণ মানুষের সাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন দৃঢ় করেন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে পল্লবী থানা ৩নং ওয়ার্ড যুবদলের মাসব্যাপী ইফতারের এই বিশেষ আয়োজন করা হয়েছে।