Wednesday , January 8 2025
Breaking News

পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মো: সোলায়মান : রাজধানী পল্লবী ঢাকা মহানগর পশ্চিম পল্লবী থানা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মোহনা টেলিভিশনের সামনে পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

আমিনুল হক বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গত জুলাই-আগষ্টে আমরা নতুন করে স্বাধীন হয়েছি, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র পাইনি। গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন সুন্দর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এটাই অন্তবর্তীকালীন সরকারের কাছে এদেশের মানুষের প্রত্যাশা। আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে মানুষের ভোটে নির্বাচিত ছিল না। তারা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে,জনগণের ভোটের অধিকারকে বঞ্চিত করে,তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে ছিল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক আরো  বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণ এবং দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই-আগস্টে ছাত্র এবং জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণ-অভ্যুত্থানে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি।

তিনি বলেন,এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে নতুন করে আমরা আমাদের সমাজকে গড়তে চাই, আমরা আমাদের দেশকে গড়তে চাই, সেই দেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা সামাজিক কার্যক্রম করে যাচ্ছি। গত ১৫ বছর যাবত বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেননি, জনগণ তার বহুল প্রত্যাশিত সে ভোটের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা, দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের বহুল প্রত্যাশিত ভোট দেবে, জনগণের ভোটে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,যুগ্ন আহবায়ক আনিস, পল্লবী থানা যুবদলের আহবায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া,জিসাপ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: সোলায়মান, জিসাপ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জিয়ারুল ইসলাম জিহাদ,পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব পলি, রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দীন জসিম,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-দফতর সোহেল, ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার,সহ-সভাপতি রাসেদ,রিমন, যুগ্ন সম্পাদক নীরব,সাংগঠনিক সম্পাদক সিজার খান,ছাত্রদল নেতা নাসিম,মোস্তফাসহ প্রমুখ।

এছাড়াও

যাত্রাবাড়ীতে আন্দোলনকারী পুলিশের সংঘর্ষ চলছে

শেষবার্তা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *