Tuesday , January 14 2025
Breaking News

এই নির্বাচনকে নাটক ও প্রহসন বলেছে বিশ্ববাসী : মঈন খান

শেষবার্তা ডেস্ক : বিশ্ববাসী এই নির্বাচনকে নাটক ও প্রহসন বলেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষ ৭ জানুয়ারি ভোট না দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের মুখে কলঙ্ক লেপে দিয়েছে।

জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করতে পারলেই মানুষের সব অধিকার ফিরিয়ে দিতে পারব। পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয়। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। জিয়াউর রহমানের দেওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, ২৫ মার্চ রাতে বাংলাদেশের মানুষের ওপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল তখন জিয়াউর রহমান প্রতিরোধ গড়ে তোলে। অথচ সেদিন বর্তমান সরকারের কোনো ব্যক্তি প্রতিবাদ ও প্রতিরোধ করেনি। তারাতো পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছিল।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করি। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপি ভদ্র মানুষের দল।

এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরস্ত্র মানুষদের নিয়ে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও জানান মঈন খান।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়াও

যাত্রাবাড়ীতে আন্দোলনকারী পুলিশের সংঘর্ষ চলছে

শেষবার্তা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *