শেষবার্তা ডেস্ক : রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি যতদিন পর্যন্ত এক দফা দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত । এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় ড. মঈন বলেন, সরকার জনমত উপেক্ষা করে রাষ্ট্রযুন্ত্র ব্যবহার করে এক দলীয় নির্বাচন করছে। যে কারণে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের অধিকার। তাই গণতন্ত্রকে রক্ষা করতে রাজ পথে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নাই। এসময় ভোট বর্জনের দাবিতে পুলিশকে লিফলেট দেন ড. রেজা কিবরিয়া।