রাজশাহী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে প্রার্থিতা পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। এরই মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন মাহি।
আজ শনিবারও (২৩ ডিসেম্বর) গণসংযোগ চালিয়েছেন তিনি। এ সময় সাধারণ মানুষের সামনে উপস্থিত হয়ে মাহি বলেন, নারী বলে আমাকে কেউ অবহেলা করবেন না।
আজ গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে দিনব্যাপী প্রচারণা চালিয়েছেন মাহি। পরে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় মাহি বলেন, আজ ১৫ বছর একজন পুরুষ এই এলাকার এমপি ছিলেন। তিনি কতটুকু উপকার আপনাদের করতে পেরেছে তা আপনারা দেখেছেন। এলাকায় যারা চাষাবাদ করেন, তাদেরকে হয়রানি করা হচ্ছে। গ্রামের পুরুষরা তাদের জমিতে ভয়ে ভয়ে রাত যাপন করছে। নির্বাচিত হলে এলাকাবাসীর সব সমস্যা দূর করতে সর্বোচ্চ চেষ্টা করারও প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, রাজশাহী-১ আসনে মোট ১১ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী। তাদের সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।