শেষবার্তা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সিলেট সফরের মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। তার সফর উপলক্ষে এরই মধ্যে সেজে উঠেছে নগরী। বড় জমায়েতের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সিলেট মহানগর ও তৃণমূলের নেতারা।
সফরসূচি অনুযায়ী, বুধবার (২০ ডিসেম্বর) সকালে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহজালাল (র:)-এর মাজার জিয়ারত করবেন। পরে বঙ্গবন্ধুকন্যা হযরত শাহ পরান (র:)-এর মাজার জিয়ারত করবেন। দুুপুরের পর সিলেট মহানগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।
এদিকে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নগরীতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দরগাহ এলাকা।
সফরের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় ৫ লাখ লোকের সমাগম হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ বেশকিছু নতুন প্রতিশ্রুতি ঘোষণা করবেন তিনি।