শেষবার্তা ডেস্ক : রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রবিবার দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সকাল দশটা থেকে এ মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। চলবে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত।
রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করছে অসংখ্য মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন বিক্রি ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার আগে থেকে বাঁশ বাঁধা প্রবেশ পথের সামনের দীর্ঘ লাইন। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।
আওয়ামী লীগের কয়েকজন সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনিসহ অনেকেরই মনোনয়ন ফরম সংগ্রহ করার কথা রয়েছে।
এর আগে, শনিবার সকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সভাপতি শেখ হাসিনা। ওই দিনই আট বিভাগে মোট ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এবার প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।