নিজস্ব প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে দলীয়শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমজাদ হোসেনের পদ স্থগিতের পাশাপাশি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী জোটের টিম প্রধান মোস্তফা জামানকে প্রধান করে সংগঠনের সদস্য গোলাম কিবরিয়া মাখন, মাহাবুবুল আলম মন্টু, আজহারুল ইসলাম রয়েছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারী ও বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে। সেসব তদন্তের জন্য টিম গঠন করা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।