নিজস্ব প্রতিনিধি :
জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে নিহত নয়ন মিয়ার হত্যাকাণ্ডের ন্যায্য বিচার দাবি করেছে । এ ঘটনায় সংগঠনটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ শনিবার রাতে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণকালে আওয়ামী দলবাজ পুলিশ সদস্যদের নির্বিচার গুলিবর্ষণে জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখাধীন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া গুলিবিদ্ধ হন।
পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রাবণ ও জুয়েল বলেন, দায়ী পুলিশ সদস্যদের যথাযথ বিচার দাবি করছি। অন্যথায় ছাত্রদলের নেতাকর্মীরাই তাদের সহযোদ্ধা ভাইয়ের হত্যার ন্যায্য বিচারের দায়িত্ব পালন করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।