Wednesday , January 15 2025
Breaking News
নয়াপল্টনে আয়োজিত যুব সমাবেশে ব্যাপক শোডাউন করছে যুবদল

নয়াপল্টনে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের শোডাউন

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ।আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীতের মধ্য দিয়ে  সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করছে যুবদল।

দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সময়ের আগেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী নানা স্লোগান দেন তারা।

সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পল্টন, বিজয়নগর, ফকিরাপুল পর্যন্ত সমাবেশের বিস্তৃতি ঘটেছে। এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সঞ্চালনায় রয়েছেন সম্পাদক মোনায়েম মুন্না।

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এরই মধ্যে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত, বিভাগীয় শহরে রক্তদান কর্মসূচি, বিভিন্ন সময়ে আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো ও সারা দেশে পোস্টার লাগানো হয়েছে।

এছাড়াও

ছবিকে জোকার বানিয়ে মাশরাফির ক্ষুব্ধ ভক্তদের প্রতিবাদ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *