Wednesday , January 15 2025
Breaking News

‘নৌকায়’ ভোট না দিলে,টিসিবিসহ ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি কাউন্সিলরের

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৬ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট না দিলে বিধবা, বয়স্ক, টিসিবিসহ সরকারের সামাজিক নিরাপত্তার ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন একজন কাউন্সিলর।

শুক্রবার (২২ ডিসেম্বর) জুমার নামাজে মসজিদের মাইকে এই ঘোষণা দেন কুমিল্লা সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সারোয়ার শিপন।

এ ঘটনায় রবিবার কাউন্সিলর গোলাম সারোয়ার শিপনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. সিরাজ উদ্দিন ইকবাল। আসনটিতে নৌকা প্রতীকে প্রার্থিতা করছেন বর্তমান সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

কাউন্সিলর গোলাম সারোয়ার শিপনের এমন বক্তব্যে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগটি করেন একই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। উক্ত অভিযোগের ভিত্তিতে নির্বাচনি অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন কুমিল্লা-৬ এর চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল তাকে এই শোকজ করেন।

শোকজে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না- তৎ মর্মে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

শোকজে উল্লেখ করা হয়- ‘আপনাকে (কাউন্সিলর শিপন) জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং ১৫৪ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিসেস আঞ্জুম সুলতানা সীমা রিটার্নিং অফিসার বরাবরে আপনার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্তে লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগটির ছায়ালিপি অত্র কমিটির নিকট প্রেরিত হয়।

প্রেরিত অভিযোগ অনুযায়ী আপনি বিগত ২২ ডিসেম্বর জুমার দিন মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা করেছেন যে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় জনপ্রতিনিধি হিসাবে আপনার মাধ্যমে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা ও টিসিবি কার্ড পেয়েছেন তাদেরকে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিতে হবে এবং তাদেরকে উক্ত তারিখ সন্ধ্যা ৬ টায় মালেকা মমতাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, অন্যথায় তাদের কার্ডগুলো কেড়ে নিয়ে অন্যদের দিয়ে দেওয়া হবে।

একজন ওয়ার্ড কাউন্সিলর হিসাবে মসজিদ ও মসজিদের মাইক ব্যবহার পূর্বক আপনার অনুরূপ ঘোষণা, বক্তব্য ও নির্দেশনা সরকারি পদবী ব্যবহার করে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সুবিধাভোগী দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে ভীতি প্রদর্শন ও বল প্রয়োগ করতঃ নির্দিষ্ট প্রার্থীর পক্ষে নির্দিষ্ট প্রতীকে ভোট প্রদান করতে অনৈতিকভাবে প্ররোচিত ও প্রভাবিত করার সামিল। আপনার অনুরুপ কার্যকলাপ ঞযব জবঢ়ৎবংবহঃধঃরড়হ ড়ভ চবড়ঢ়ষব ঙৎফবৎ, ১৯৭২ এর আর্টিকেল ৭৩, আর্টিকেল ৭৭ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক)/১১(খ) বিধির স্পষ্ট লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।’

শোকজে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না- তৎ মর্মে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

শেষবার্তা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন কলেজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *