Thursday , October 30 2025
Breaking News

প্রতারনা করা,বিয়ে করে টাকা হাতানো বুলবুলের ‘নেশা’

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে স্বাস্থ্য বিভাগের এক কর্মচারীকে চাকরির প্রলোভনে ও একাধিক বিয়ে করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে  গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।

পুলিশ সুপার জানান, গ্রেফতার ওই ব্যক্তির নাম আবুল কালাম আজাদ ওরফে শাহরিয়ার নাফিজ ইমন বুলবুল (৩৫)। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আয়নাল হকের ছেলে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার আবুল কালাম আজাদের বিরুদ্ধে রাজবাড়িসহ দেশের বিভিন্ন এলাকায় ৬টি বিয়ে করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া সে সরকারি বিভিন্ন দফতরে চাকরির প্রলোভন দেখিয়ে ২৭ জনের কাছ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাৎ করেছে বলেও মামলা হয়েছে।

পুলিশ ও র‍্যাবের অভিযানে নাটোর থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণা ও চোরাচালানের একাধিক মামলাও রয়েছে বলে জানান রাজবাড়ীর পুলিশ সুপার।

এছাড়াও

খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা আমিনুল হকের

নিজস্ব প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *