Thursday , October 30 2025
Breaking News

‘নৌকায় ভোট দিতে না পারলে ভোট কেন্দ্রে যেতে হবে না’

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নৌকার বিরুদ্ধে গেলে এমন জায়গায় মারবো দেখাতে পারবেন না। এ সময় তিনি নৌকা মার্কায় ভোট দিতে না পারলে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাটোরের সদর উপজেলার হালসা ইউনিয়নের নবীনকৃষ্টপুর এলাকায় বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তার এই বক্তব্যের ভিডিও রোববার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিএনপির কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে রিয়াজুল ইসলাম মাসুম বলেন, আপনারা ভোট বর্জন করেছেন,তাই আপনাদের ভোট কেন্দ্রে আসার দরকার নেই। আপনাদের ভোট আমরা পেয়ে গেছি। আপনারা নৌকায় ভোট দিতে না পারলে ভোট কেন্দ্রে যেতে হবে না।

তিনি বলেন, ভোটের দিন আপনারা কালা ভুনা করে গরুর মাংস দিয়ে ভাত খান। না হয় কক্সবাজার অথবা শ্বশুর বাড়িতে বেড়াতে যান। যদি নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাহলে এমন জায়গায় মারবো দেখাতে পারবেন না।

এ ব্যাপারে রিয়াজুল ইসলাম মাসুম বলেন, বিএনপি ষড়যন্ত্র করছে, তাই তাদের সর্তক করা হয়েছে।

এছাড়াও

সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত

মিরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে পল্লবী থানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *