Thursday , July 31 2025
Breaking News

কেরাণীগঞ্জে ৮৯৫ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আহম্মেদ শিপলু: ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কামুচাঁন শাহ মাজার এলাকা থেকে ৮৯৫ পিস ইয়াবাসহ প্রায় ২ লাখ ৬৮,৫০০ টাকা মূল্যের মায়া বেগম (৩৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (১১ ডিসেম্ব) র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কামুচাঁন শাহ মাজার এলাকায় র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে প্রায় ২ লাখ ৬৮,৫০০ টাকা মূল্যের ৮৯৫ (আটশত পঁচানব্বই) পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় । এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ৩০০ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবত কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। আসামি মায়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এছাড়াও

হত্যার শিকার বিএনপির ৪৭৭১ নেতাকর্মী

শেষবার্তা ডেস্ক : জুলাই বিপ্লবের পর রাজনীতির মাঠে বিএনপি জোরালো অবস্থান নিয়ে সভা-সমাবেশসহ দলীয় বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *