নিজস্ব প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে শিক্ষা সনদ ছিঁড়ে ফেলা সেই বাদশা মিয়াকে চাকরি দিলো এসকেএম লিমিটেড নামে একটি কোম্পানি। কোম্পানির চেয়ারম্যান মুফতি সাইফুল ইসলাম মুঠোফোনে বাদশাকে চাকরির প্রস্তাব দিলে তিনি এসএকএম কোম্পানির সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
কোম্পানির চেয়ারম্যান মুফতি সাইফুল ইসলাম জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে আমরা জানতে পারি, বাদশা মিয়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন আবেদন করেও চাকরির সুযোগ পাননি। এক পর্যায়ে হতাশ হয়ে লাইভে এসে নিজের শিক্ষাগত যোগ্যতার সমস্ত সনদ পুড়িয়ে ফেলেন। এরপরই আমরা বাদশা মিয়াকে আমাদের সাথে কাজ করার জন্য প্রস্তাব দেই।
আগামী দুই-একদিনের মধ্যেই তিনি ঢাকার কামরাঙ্গির চরে আমাদের কোম্পানির প্রধান ব্র্যাঞ্চে যোগদান করবেন।