Wednesday , January 15 2025
Breaking News
শেখ রেহানা।পুরোনো ছবি

হবিগঞ্জে যাচ্ছেন শেখ রেহানা

হবিগঞ্জ প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা আজ রোববার সন্ধ্যায় হবিগঞ্জ যাচ্ছেন। তার আগমন উপলক্ষে ইতোমধ্যে প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শেখ রেহানার আগমন একান্তই ব্যক্তিগত সফর বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে এখন সাজ সাজ রব বিরাজ করছে।আলোকসজ্জা, ব্যানার, ফ্যাস্টুনে ছেয়ে গেছে স্টেশন এলাকা। রেলওয়ে কর্তৃপক্ষ ১৫ দিন আগ থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ত্রুটিপূর্ণ কাজ মেরামত করছে।

প্রশাসনের বিভিন্ন সূত্রে জানা গেছে, শেখ রেহানা আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিলেটগামী কালনী ট্রেনে করে শায়েস্তাগঞ্জ নামবেন। পরে তিনি বাহুবল ‍উপজেলার পুটিজুরী হোটেল প্যালেসসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখবেন। তার সঙ্গে প্রশাসনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।বিষয়টি নিশ্চিত করেছেন রেলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক। ইতোমধ্যে প্যালেসের আশপাশে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসএসএফ-এর কর্মকর্তারা।

এছাড়াও

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

শেষবার্তা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন কলেজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *