Tuesday , January 14 2025
Breaking News

রক্তের দুই গ্রুপ, ক্লিনিক বলছে ছাপার ভুল

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরের হুদা হেলথ কেয়ার সেন্টার দু’বার রক্তের গ্রুপ পরীক্ষা করে একই রোগীকে দুই ধরনের রিপোর্ট দিয়েছে । সোমবার এ ঘটনা ঘটে। রিক্তা খাতুন নামে এক টিউমার রোগী অপারেশনের জন্য রক্ত পরীক্ষা করালে প্রথমবার ‘বি’ পজিটিভ এবং পরে ‘ও’ পজিটিভ রিপোর্ট আসে। ভুল রিপোর্টের কারণে স্থগিত হয়ে যায় তার অপারেশন।

ভুল স্বীকার করে হুদা হেলথকেয়ার সেন্টারের প্যাথলজি বিভাগের প্রধান আসাদুল ইসলাম বলেন, প্রিন্টিং মিসটেকের কারণে রিপোর্টে ভুল গ্রুপ লেখা হয়েছে। এ কারণে প্রথম পরীক্ষায় রোগীর রক্ত ‘বি’ পজেটিভ গ্রুপ হয় এবং দ্বিতীয় পরীক্ষায় ‘ও’ পজেটিভ হয়েছে।

রিক্তা খাতুনের স্বামী মিজানুর রহমান জানান, রিক্তা খাতুনকে অপারেশনের জন্য মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে রাখতে বলেন। পরে শহরের হুদা ক্লিনিকে রক্ত পরীক্ষা করিয়ে ‘বি’ পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। কিন্তু অপারেশনের সময় দাতাদের সঙ্গে রোগীর রক্ত ম্যাচ না করায় আবারও হুদা ক্লিনিকে রক্ত পরীক্ষা করালে এবার রিপোর্ট আসে ‘ও’ পজিটিভ। এর ফলে অপারেশন স্থগিত হয়ে যায়।

এছাড়াও

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

শেষবার্তা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন কলেজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *