আদালত প্রতিনিধি: রাজধানীর হাতিরঝিল থানার একটি মামলায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সিএমএম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রমনা থানার একটি মামলায় তাকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। তাকে গ্রেফতরের পর কোর্টে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ।
আমিনুল হকের আইনজীবী কামরুজ্জামান সুমন জানান, হাতিরঝিল থানায় গত মাসে দায়ের করা একটি রাজনৈতিক মামলায় আমিনুল হককে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ গত ১ নভেম্বর বৃহস্পতিবার ভোর পৌনে চারটায় রাজধানীর গুলশানের হোটেল আমারির উল্টো পাশের বিল্ডিং থেকে আমিনুল হককে আটক করে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ। একই স্থান থেকে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে আটক করে পুলিশ। এ সময় আমিনুল হকের গাড়ি চালক এবং পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়াকেও আটক করা হয়।