আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অনন্তনাগ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী গাড়িটি।
গণমাধ্যমের খবরে বলা হয়, সকালে নিজ নির্বাচনী আসন সফর করেন পিপলস ডেমক্রিক পার্টির (পিডিপি) এই নেত্রী। সম্প্রতি ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সেখানে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে গিয়েছিলেন মেহবুবা মুফতি। ফেরার পথে অপর একটি গাড়ির সাথে সংঘর্ষ হয় তাকে বহনকারী জিপটির। এ সময় ধাক্কায় তার গাড়ির সামনের অংশ প্রায় পুরোটাই দুমড়েমুচড়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুটা আহত হলেও শঙ্কামুক্ত তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহবুবা মুফতি জানান, নেহাতই ভাগ্যগুণে বেঁচে গেছেন তিনি।