Thursday , August 28 2025
Breaking News

বসুন্ধরা চক্ষু হাসপাতালে নিখরচায় ৫২ জনের ছানি অপারেশন

নিজস্ব প্রতিনিধি: 

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব ও দুস্থ ৫২ জন রোগীকে নিখরচায় চোখের ছানি অপারেশন করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং এ কে এম আবু তাহের ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবতৈনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি, প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডাঃ রুবিনা আক্তার, ডাঃ মজুমদার গোলাম রাব্বি এবং ডাঃ তাসরুবা শাহনাজ। ৩৩ জন পুরুষ ও ১৯ জন নারী সহ মোট ৫২ জন রোগীর অপারেশন করা হয়।

কুমিল্লার বরুড়া থেকে আসা ৬৫ বছর বয়সী আব্দুল হক বলেন, অনেক দিন ধরে ডান চোখে দেখতাম না। কুমিল্লার অনেক ডাক্তার দেখিয়েছি ও অনেক ওষুধ খেয়েছি কোন কাজ হয়নি। পরে একদিন জানতে পারি বিনাখরচে চোখের অপারেশন করাবে বসুন্ধরা চক্ষু হাসপাতাল। তখন নাম লেখাই অপারেশনের জন্য।

তিনি আরো বলেন, এখানে এসে খুবই ভালো লাগছে। বিনামূল্যে চোখের অপারেশন করাতে পারবো কখনও ভাবিনি। বিনামূল্যে হলেও এ হাসপাতালের সব কিছুই ভালো লেগেছে। আমার একটি টাকাও খরচ হয়নি। এমনকি ঢাকায় এসেছি এর কোন টাকাও লাগেনি। এই গ্রুপের মালিকদের আল্লাহ ভালো করুক এই দোয়া করি।’

একই এলাকার ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মনোয়ারা বেগম। তিনিও এসেছেন বসুন্ধরা আই হসপিটালে বিনামূল্যে চোখের অপারেশন করাতে। মনোয়ারা বলেন, আমার বাম চোখে দেখতে পাই না অনেকদিন ধরে। আমার চোখের অপারেশন করা হয়েছে। কোনো টাকা-পয়সা লাগেনি।

তিনি বলেন, অপারেশন ফ্রি করাতে পারবো আমি ভাবতেও পারিনি। চোখের অপারেশনের পরে আমার খুব ভালো লাগছে। এই হাসপাতালের মালিকদের আল্লাহ ভালো করুক। তাদের সুখে-শান্তিতে রাখুক।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচ আর এন্ড অ্যাডমিনিষ্টেশনের মো. আহসান হাবীব বলেন, গরীব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগ থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারাদেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে প্রায় ২১০০ জন এর বেশি রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ২০ জানুয়ারি পয়ালগাছা পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, বরুড়া, কুমিল্লায় এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। আজ সোমবার সেখানকার ৩য় ব্যাচের ৫২ জন রোগীর চক্ষু অপারেশন করা হচ্ছে।

এছাড়াও

হত্যার শিকার বিএনপির ৪৭৭১ নেতাকর্মী

শেষবার্তা ডেস্ক : জুলাই বিপ্লবের পর রাজনীতির মাঠে বিএনপি জোরালো অবস্থান নিয়ে সভা-সমাবেশসহ দলীয় বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *