শেষবার্তা ডেস্ক:আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার,ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। ইতিহাসের এই দিনে দেশে দেশে ঘটেছিল অনেক সাড়াজাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্রশাসনের পদ্ধতি ও মানুষের জীবনপ্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি।ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তাভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নব-উদ্দীপনা। আসুন জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।
১৭২৯ সালের এই দিনে স্পেনের সেভিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৮ সালের এই দিনে ব্রিটিশ গভর্নরের আদেশে কলকাতায় রবিবারে ঘোড়দৌড় ও সব রকম জুয়াখেলা নিষিদ্ধ হয়।
১৯০৮ সালের এই দিনে এলিজাবেথ ন্যারেথ অ্যান্ডারসন বৃটেনের প্রথম মহিলা নির্বাচিত হন।
১৯১৭ সালের এই দিনে রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে গঠিত হয় শ্রমিক-কৃষকের প্রথম সরকার।
১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর কাছে জার্মান বাহিনীর একের পর এক পরাজয়ের পরিপ্রেক্ষিতে সেদেশে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং সর্বশেষ সম্রাট দ্বিতীয় উইল হেলম€পদত্যাগ করেন।
১৯৫৩ সালের এই দিনে ফ্রান্স থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬৫ সালের এই দিনে ব্রিটেনে হত্যার দায়ে মৃত্যুদন্ড আইন রহিত ঘোষণা করা হয়।
১৯৭২ সালের এই দিে মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫ লাখ বছরের পুরোনো ফসিল উদ্ধার করা হয়।
১৯৮৯ সালের এই দিনে পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্তকারী বার্লিন প্রাচীর ২৮ বছর পর ভেঙে ফেলার কাজ শুরু হয়।
১৯৯০ সালের এই দিনে নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান চালু করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটান।
১৯৯০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগর এলাকায় দুই লাখ সেনা পাঠায়।