Wednesday , January 8 2025
Breaking News

নতুন প্রজন্মকে উৎসাহ দিতে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা

বিনোদন ডেস্ক : রাজধানীর সংগীতপ্রেমীদের একটি বড় অংশ অপেক্ষায় থাকে কনসার্টের। তাদের জন্যই একটি বিশেষ দিন হতে যাচ্ছে শুক্রবার ( ৫ জুলাই )।

কারণ এদিন ঢাকায় ”Riddhi”  গ্যালারিতে আয়োজন করা হচ্ছে ” night of Rockstars, Volume -1″ কনসার্টের। মূল অনুষ্ঠানটি এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

আয়োজক কমিটি বলেন, রাজধানীর বৃহত্তর মিরপুরে প্রায় ১ কোটি লোক বসবাস করে অথচ শিল্প – সংস্কৃতি চর্চা করার জন্য একটি মিলনায়তন নাই যা আমাদের সংস্কৃতি চর্চার প্রধান অন্তরায়। মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টপেজের সাথে ইসলামি ব্যাংক হাসপাতালের পেছনের একটি ভবন ভাড়া নিয়ে লেখক মাহবুবুল হাসান ফয়সাল চমৎকার মনোরম পরিবেশে নীচ তলায় ক্যাফে,দ্বিতীয় তলায় লাইব্রেরী ও তৃতীয় তলায় গ্যালারি কাম অডিটোরিয়াম করেছেন। এখানে ছোট নাটক, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যায়।
Andalib Mostafa Lalon এর ব্যান্ড Dead End  সহ আরও তিনটি দল মোট ৪ টি ব্যান্ড দল পারফর্ম করবে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন, নাট্যজন ঝুনা চৌধুরী তরুণ প্রজন্মকে উৎসাহ প্রদান করবেন মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহীন স্বাগত বক্তব্য প্রদান করবেন মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে সহ-সভাপতি নাট্যাভিনেতা মো: রেজাউল করিম রেজা।

আরো বলেন, আমরা আশাকরি নতুন প্রজন্মকে উৎসাহ দিতে সাংস্কৃতিক অঙ্গনের বন্ধুরা ও সুধী জন আপনারা সকলে ছুটির দিনে এই সন্ধ্যায় Riddhi Gallery তে উপস্থিত থাকবেন।

 

এছাড়াও

ঢালিউড অভিনেত্রী মাহিয়া সম্পদের পরিমাণ কত

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *