বিনোদন বার্তা ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে কচি কলাপাতা রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছেন । ঠিক বিপরীত দিক থেকে হেঁটে আসলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এ সময় তারা দুজন মুখোমুখি হলেও অনন্যাকে এড়িয়েই যান শাহরুখপুত্র। আর আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় এ অনন্যা পাণ্ডেকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম আমাজনে মুক্তি পেয়েছে মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা মাজা মা। এ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন নির্মাতারা। আর সেখানেই এমন ঘটনা ঘটে। এর আগে কফি উইথ করন অনুষ্ঠানে হাজির হয়ে অনন্যা জানিয়েছিলেন, তার ক্রাশ আরিয়ান।