Tuesday , January 14 2025
Breaking News
আরিয়ান খান (বাঁয়ে) ও অনন্যা পাণ্ডে

এড়িয়ে গেলেন শাহরুখপুত্র

বিনোদন বার্তা ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে কচি কলাপাতা রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছেন । ঠিক বিপরীত দিক থেকে হেঁটে আসলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এ সময় তারা দুজন মুখোমুখি হলেও অনন্যাকে এড়িয়েই যান শাহরুখপুত্র। আর আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় এ অনন্যা পাণ্ডেকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম আমাজনে মুক্তি পেয়েছে মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা মাজা মা। এ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন নির্মাতারা। আর সেখানেই এমন ঘটনা ঘটে। এর আগে কফি উইথ করন অনুষ্ঠানে হাজির হয়ে অনন্যা জানিয়েছিলেন, তার ক্রাশ আরিয়ান।

গত ২৫ আগস্ট মুক্তি পায় অনন্যা পাণ্ডে অভিনীত সর্বশেষ সিনেমা লাইগার। ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

এছাড়াও

জনপ্রিয়তার সুবাদে অন্য এলাকার ভোটাররা এসে ভোট চাইছেন মাহির জন্য

বিনোদন ডেস্ক : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহি। নির্বাচনী প্রচারণা চালাতে চষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *