Tuesday , January 14 2025
Breaking News
বলিউড মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি।ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

বিনোদন বার্তা ডেস্ক :

ভারতের প্রতিনিধিত্ব করবেন ফিফা বিশ্বকাপ ২০২২-এ মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। ফিফার মিউজিক ভিডিওতে থাকবেন তিনি। নাচবেন বিশ্বকাপ আয়োজনে। নোরার জন্য গান তৈরি করেছে রেড ওয়ান। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে হিন্দিতে গান গাইবেন নোরা। খবর পিংক ভিলার।

জন্মসূত্রে নোরা ফাতেহি একজন মরোক্কান। মুম্বাইয়ে তার ফিল্ম ক্যারিয়ারের সূচনা।

২০১৮ সালে সত্যমেভ জয়তে সিনেমায় দিলবার গানে তার নাচ দর্শকদের মুগ্ধ করে। পরে সাকি সাকি, কুসু কুসু, পাচতাওগে, গারমি সহ বিভিন্ন গানের মাধ্যমে তিনি আরও পরিচিত হয়ে ওঠেন।

আগামী ১৯ নভেম্বর শুরু হবে কাতার ফুটবল বিশ্বকাপ। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে ভেন্যু প্রস্তুতও হয়েছে।

এছাড়াও

জনপ্রিয়তার সুবাদে অন্য এলাকার ভোটাররা এসে ভোট চাইছেন মাহির জন্য

বিনোদন ডেস্ক : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহি। নির্বাচনী প্রচারণা চালাতে চষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *