Friday , March 21 2025
Breaking News

প্রকাশ্য যুবলীগ নেতার হাতে যুবদল কর্মী খুন

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মিরপুর পল্লবীতে সেলিম (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে যুবলীগের একদল সন্ত্রাসী।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালসী ট্রাকস্ট্যান্ডে বিএনপির মাসব্যাপী ইফতার বিতরণ শেষে বাড়ি ফেরার পথে মিরপুর-১১ নম্বর সাংবাদিক কলোনির বিহারী ক্যাম্প এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

বিএনপি’র প্রোগ্রামের ছবি, সংগৃহীত

নিহত সেলিমের একমাত্র সন্তান ও স্ত্রী রয়েছেন, যারা বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে যুক্ত থাকার ছবি এসেছে এ প্রতিবেদকের কাছে।

ঢাকা মহানগর উত্তর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল জানান, পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার অনুসারী পারভেজসহ তার বাহিনীর কয়েকজন সদস্য পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সেলিম দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলেও হামলাকারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল ত্যাগ করার সময় সন্ত্রাসীরা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায়।

পল্লবী থানার ওসি জানান, ঘটনার তদন্ত চলছে এবং হত্যার প্রকৃত কারণ জানতে আরও সময় লাগবে। সেলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার দাবি করছে সেলিমের পরিবার। সেই সঙ্গে অসহায় স্ত্রী ও সন্তানের পাশে রাজনৈতিক ও সামাজিক সহায়তার আহ্বান জানিয়েছে এলাকাবাসী। বর্তমান রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে আর কোনো পরিবার যেন এমন দুঃসহ পরিস্থিতির মুখোমুখি না হয়, সেই দাবি উঠেছে সব মহল থেকে।

এছাড়াও

বসুমতিতে অস্থিরতায় এনায়েত গংদের ফেরার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন রাজাধানীর পরিবহন জগতে শান্ত পরিবেশ থাকলেও আবারও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *