জিহাদুল ইসলাম রাজু: হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি মো. বাবুল হাওলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-১০ এর মিডিয়া অফিসার উপপরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব-১০ ও র্যাব-০৮ এর দল। অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ভিত্তিতে তিনি জানান, গ্রেপ্তার আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা পর পুলিশের কাছে গ্রেফতার হয়। পরে জামিনে বের হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।