Tuesday , January 14 2025
Breaking News

৯৯৯-এ কল:চাকরির কথা বলে যৌনপল্লীতে বিক্রি তরুণী উদ্ধার

মো: সোলায়মান: জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় যৌনপল্লী থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

তিন মাস আগে গার্মেন্টসে চাকরির কথা বলে একজন তরুণীকে ঝিনাইদহ থেকে ঢাকার শান্তিনগর নিয়ে যান পরিচিত ব্যক্তি। এরপর তাকে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় যৌন পল্লীতে বিক্রি করে দেয়া হয়। গত তিন মাস ধরে তাকে ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা করতে বাধ্য করা হয়েছে।

এমন তথ্য জানিয়ে শনিবার রাতে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

কলার আরও জানান, সেখানে তাকে বন্দী অবস্থায় থাকতে হচ্ছে। একজন সহৃদয় খদ্দেরের মোবাইল ফোন থেকে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেছেন।

৯৯৯ এর পরিদর্শক ও মিডিয়া কর্মকর্তা আনোয়ার সাত্তার বলেন, ওই তথ্যের ভিত্তিতে ৯৯৯ ময়মনসিংহ কোতোয়ালী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলার তরুণীকে (২২) উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর অভিভাবক থানায় গেলে তরুণীকে তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়।

এছাড়াও

এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

শেষবার্তা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন কলেজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *