Thursday , September 11 2025
Breaking News

রূপগঞ্জে ফেনসিডিলসহ আটক ৪

হুমায়ন কবির : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যমানের ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। রোববার (২২ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন: মো. সেলিম মিয়া (৩২),মো. শামিম (২৭), মো. নাসিম মিয়া (২৭) ও মো. মোরছালিন (২২)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে র‌্যাব-১০ এর একটি দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মঙ্গলখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১১ লাখ ৯১,০০০ হাজার টাকা দামের ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান,তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আসামিরা পেশাদার মাদক কারবারি।

আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এছাড়াও

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পল্লবী থানা যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *