মো: সোলায়মান: রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন দর্পনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও গুলিসহ এক অবৈধ অস্ত্র কারবারি ইমরান হোসাইনকে (৩২) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রোববার (২২ অক্টোবর) বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ১টি শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সে বেশ কিছুদিন যাবৎ চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখলসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এবং অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের কাছে অস্ত্র বিক্রয় করে আসছিল। আসামি ব্যক্তি একজন অবৈধ অস্ত্র কারবারি।
আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব এর এই কর্মকর্তা।