Tuesday , January 14 2025
Breaking News

রাজধানীতে ৪ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এসময় তাদের কাছ থেকে ২টি চাকু জব্দ করা হয়। আটকরা হলেন: মো. রনি (২৪), ইমন হোসেন (২৩), মো. বাবু (২৪), ও মো. মনির (২৭)। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালায়। অভিযানে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ভিত্তিতে তিনি জানান,  যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আসামিরা বেশ কিছুদিন যাবৎ পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও

ছাদ থেকে ৬০ পুলিশকে উদ্ধার করে র‍্যাবের হেলিকপ্টার

শেষবার্তা ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা ৬০ জন পুলিশকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *