Wednesday , January 15 2025
Breaking News

মাতুয়াইলে ২৩ বছর পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকায় চাঞ্চল্যকর দোকানদার মিজান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান পাঠান (৪৫) দীর্ঘ ২৩ বছর পলাতক থাকা আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০ এর একটি দল। অভিযানে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় চাঞ্চল্যকর দোকানদার মিজানকে নৃশংসভাবে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৩ বছর পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়া।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি ওই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডে রায় ঘোষনার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল। আসামি আব্দুর রহমানকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১০ এর এই কর্মকর্তা।

এছাড়াও

বাবার সিন্দুক থেকে টাকা নিয়ে মেয়ে তুলে দিলেন স্বামীর হাতে, গ্রেপ্তার ২

মো: সোলায়মান: রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে এক কোটি ৬৬ লাখ টাকা চুরির ঘটনায় অজ্ঞাতনামা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *