Wednesday , January 15 2025
Breaking News

পেটের ভেতরে ইয়াবা বহন,গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর ডেমরা এলাকা থেকে পেটের ভেতরে করে ইয়াবা বহনকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতাররা হলেন- মো. ইমান আলী (৩৮) ও মো. মোক্তার হোসেন (৩৭)। এ সময় তাদের পেটের ভেতর থেকে এক হাজার ৪১২ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে পেটের ভেতরে করে ইয়াবা বহনকালে চার লাখ তেইশ হাজার ছয়শ টাকা মূল্যের এক হাজার ৪১২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।এনায়েত কবির সোয়েব বলেন, গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি।
তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কায়দায় ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও

বাবার সিন্দুক থেকে টাকা নিয়ে মেয়ে তুলে দিলেন স্বামীর হাতে, গ্রেপ্তার ২

মো: সোলায়মান: রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে এক কোটি ৬৬ লাখ টাকা চুরির ঘটনায় অজ্ঞাতনামা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *