Wednesday , January 15 2025
Breaking News

অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে হাতিয়ে নিতো অর্থ,গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি : অনলাইন জুয়া প্ল্যাটফর্মের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার (১২ এপ্রিল) এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ খান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সিরাজুল ইসলাম ওরফে ওয়াসীম (৩৩), মো. মনিরুল ইসলাম ওরফে মুন্না (৩৪), মো. শরিফুল ইসলাম (৪৫), আব্দুল হাকিম ও মো. তানভীর ইসলাম ওরফে সোহাগ (৩৫)।

এসময় তদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, এক লাখ ১৭ হাজার ২০০ টাকা, একটি সিঙ্গার অ্যান্ড্রয়েড টিভি, একটি রাউটার, একটি ডায়েরি এবং একটি মিনি প্যাড জব্দ করা হয়।

এটিইউয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহীর তকিপুর মধ্যপাড়া থেকে সিরাজুল ইসলাম ওরফে ওয়াসীমকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে অপর সহযোগীর নাম ও ঠিকানা। এ তথ্যেরভিত্তিতে মনিরুল ইসলাম ওরফে মুন্নাকে গ্রেফতার করা হয়। এরপর অন্যান্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের সুপার এজেন্টসহ কয়েকজন ব্যক্তি পবা উপজেলা গেটের আবুল হোসেন মার্কেটের ভেতরে দোকানে বসে প্রতিনিয়ত অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পুলিশ সুপার আসলাম খান আরও বলেন, গ্রেফতাররা অনলাইন জুতার একটি সংঘবদ্ধ চক্র। তারা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখাতেন।

প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছিল চক্রটি। তিনি বলেন,এসব অনলাইন জুয়া প্ল্যাটফর্মে আসক্ত হয়ে যুবসমাজসহ সাধারণ জনগণ সর্বশান্ত ও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলেও জানান এটিইউয়ের এই কর্মকর্তা।

এছাড়াও

বাবার সিন্দুক থেকে টাকা নিয়ে মেয়ে তুলে দিলেন স্বামীর হাতে, গ্রেপ্তার ২

মো: সোলায়মান: রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে এক কোটি ৬৬ লাখ টাকা চুরির ঘটনায় অজ্ঞাতনামা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *