Monday , October 13 2025
Breaking News

সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত

মিরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে পল্লবী থানা বিএনপির বিদ্যমান কমিটিতে নতুন করে পরিবর্তন আনা হয়েছে। এ কমিটিতে সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী বিএনপির রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেত্রী হিসেবে পরিচিত। তিনি অবিভক্ত ঢাকার মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল পর্যায়ে দল সংগঠনে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয়।

তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসনে পরপর দুইবার নির্বাচনে অংশগ্রহণ করেন, যা তাঁর নেতৃত্বগুণ, জনপ্রিয়তা ও সাংগঠনিক সাফল্যের প্রমাণ বহন করে।

দলীয় সূত্র জানায়, সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন একজন নেত্রী, যিনি দলের দুঃসময়ে সবসময় মাঠে ছিলেন এবং কর্মীদের পাশে থেকেছেন।

নতুন করে দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, “দল আমাকে যে বিশ্বাস ও দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য একদিকে গৌরব, অন্যদিকে বড় চ্যালেঞ্জও। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা মেনে আমি পল্লবী থানা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও শক্তিশালী করে তুলতে কাজ করবো।”

তিনি আরও বলেন, আমাকে পল্লবী থানা বিএনপির যুগ্ন আহবায়ক করার জন্য আন্তরিকভাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সভাপতি এবং ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আমিনুল হক ভাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁর নেতৃত্বে আমরা পল্লবী থানা বিএনপিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবো বলে বিশ্বাস করি।”

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও কর্মদক্ষতায় পল্লবী থানা বিএনপি নতুন উদ্যমে পুনরুজ্জীবিত হবে এবং আগামীর রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও

ঢাকা-১৬ আসনে ধানের শীষ নিয়ে নির্বাচনে আমিনুল হক

হুমায়ুন কবির : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *