নিজস্ব প্রতিনিধি: রাজধানীর আনবিক শক্তি ৫ নম্বর রোডের ঝিলপাড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের উদ্যোগে একটি ছোট কালভার্ট নির্মাণ করা হয়।
উল্লেখ্য, ঝিলপাড় এলাকায় গত ১৫ সেপ্টেম্বর,এক বৃদ্ধ বোতল কুড়াতে গিয়ে ঝিলে পড়ে মৃত্যুবরণ করেন। ৪০ ঘণ্টা নিখোঁজ থাকার পর উদ্ধারকৃত বৃদ্ধের মৃত্যু স্থানীয়দের মধ্যে গভীর শোকের সঞ্চার করে।এই ঘটনার পর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঝিলপাড়ের বিপজ্জনক জায়গাটিতে একটি নিরাপদ চলাচলের পথ বা কালভার্ট নির্মাণের।
সোমবার (১৩ অক্টোবর) নিজ উদ্যোগে নির্মিত আণবিক শক্তি এলাকার বহুল প্রত্যাশিত সেতুটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
স্থানীয় বাসিন্দারা জানান, “এই কালভার্টটি নির্মাণের ফলে ঝিলের পাশে এখন মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। এটি আমাদের এলাকার জন্য বড় একটি প্রয়োজনীয় কাজ ছিল।
স্থানীয়রা আমিনুল হকের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন,“মানুষের প্রাণহানির পর তিনি যেভাবে দ্রুত উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
এলাকার বাসিন্দা হাসান আলী (৫০) বলেন, “দীর্ঘদিন ধরে কালভার্টের এই ভাঙা রাস্তাটি মেরামত না হওয়ায় আমাদের চলাফেরায় খুব কষ্ট হয়েছিল। আজকে বিএনপি নেতা আমিনুল হক ভাঙা রাস্তাটি মেরামত করে দিলো। আমরা এলাকাবাসী খুশি।”
এ সময় পল্লবী ও রুপনগর থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।