Tuesday , March 11 2025
Breaking News

পল্লবী থানায় উত্তেজনা: যুবকের হামলায় ওসিসহ আহত ৩ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবী থানায় ঢুকে এক যুবক অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলাকারী আবদুর রাজ্জাক ফাহিম থানায় এসে দাবি করেন যে, এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটেছে। ওসি নজরুল ইসলাম এ বিষয়ে অবগত নন বলে জানালে ফাহিম উত্তেজিত হয়ে ওঠেন এবং অভিযোগ করেন যে পুলিশ বিষয়টি গোপন করছে। এরপর ওসি নজরুল ইসলাম তাকে নিয়ে ডিউটি অফিসারের কাছে যান, কিন্তু তিনিও এমন কোনো ঘটনার কথা জানেন না বলে জানান।

পরিচয় জানতে চাইলে ফাহিম কোনো উত্তর না দিয়ে হঠাৎ ওসির ওপর চড়াও হন এবং তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এ সময় এএসআই মো. নাসির বাধা দিলে তার একটি আঙুল ভেঙে যায়। এসআই শরিফুল ইসলামও আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার পর পুলিশ ফাহিমকে আটক করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে থানার বাইরে থাকা আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের সবার বাড়ি গাজীপুর বলে জানা গেছে। তবে তারা কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত পুলিশ সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এছাড়াও

দেশজুড়ে ১০৫টি শাখা,একটি বন্ধ হলে কোন সমস্যা নেই : মাদ্রাসা চেয়ারম্যান

ঢাকা: রাজধানীর মিরপুর রুপনগর থানা এলাকা শিয়ালবাড়ী (বিইউবিটি সংলগ্ন) তানযীমুল উম্মাহ মাদ্রাসায় চতুর্থ শ্রেণির এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *