Sunday , April 27 2025
Breaking News

পল্লবী কালশী মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

মিরপুর প্রতিনিধি: রাজধানীর কালশী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালকরা। সড়কে ব্যাটারিচালিত রিকশা আটকানো ও ডাম্পিংয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা।

রোববার (১৯ মে) সকাল ১০ টার দিকে মিরপুর ১১ ও মিরপুর ১০ নম্বর সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে কালশী রোড অবরোধ করে আন্দোলনরত রিকশা চালকরা।

রিকশাচালকরা দাবি করছেন, কোনো শর্ত ছাড়াই তাদের রাস্তায় অটোরিকশা ও ইজিবাইক চালাতে দিতে হবে। আমাদের দাবি মানতে হবে।

প্রত্যক্ষদর্শী জুনায়েদ খান জানান, ইসিবি চত্বর থেকে কালশী মোড়ের দুই পাশে রাস্তার যানবাহন চলাচল করতে দিচ্ছে না আন্দোলনরত রিকশাচালকরা। রাস্তা অবরোধ করে রাখেছে তারা। রাস্তায় কোন যানবাহন চলাচল করতে দেখলেই আন্দোলনকারীরা যানবাহন গুলোর উপরে ইট পাটকেল ছুটছে।

পল্লবী জোনের এসি শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানাবো।

এছাড়াও

পল্লবীতে যুবদলের বিক্ষোভ, ইসরায়েলি পন্য বয়কটের আহবান

নিজস্ব প্রতিনিধি: ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ‘যেখানেই ইসরায়েলি পণ্য, সেখানেই বয়কট করবো’ বলে মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *