নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সংগঠনের সহ-সভাপতি মো: সালাউদ্দিন । বিএনপির চলমান সরকার বিরোধী আন্দোলনের মধ্যে ঢাকা মহানগর ছাত্রদলের নেতৃত্ব ধরে রাখতে সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে,মনে করছেন কর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সার্বিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।
উল্লেখ্য, মো : সালাহউদ্দিন তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক এবং ১ নং সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়া সর্বশেষ তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১নং সহ-সভাপতি পদে ছিলেন।