শেষবার্তা ডেস্ক : সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি- জামায়াতসহ শরিক দলগুলোর ডাকা ঘোষিত চতুর্থ দফা সর্বাত্মক অবরোধ চলছে।
রবিবার (১২ নভেম্বর) রাজধানীর পল্লবী কালশী এলাকায় সকালে অবরোধের প্রথম দিনে পল্লবী থানা বিএনপির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে পিকেটিং করেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,যুগ্ম আহবায়ক আনিসুর রহমান,খোকন, সাইদুর রহমান লরেল,উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলি বেগম,পাঁচ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী,পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব পলি,পল্লবী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নীরবসহ পল্লবী থানা বিএনপি ও অংগসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।