মো: সোলায়মান:পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়, তবে পোশাক শ্রমিকরা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।রাজধানীর মিরপুর ১৩ নম্বর প্রধান সড়কের যান চলাচল স্বাভাবিক। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা এক ঘন্টা অবরোধ করে রাখে।
শনিবার (১১ নভেম্বর) দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত রাজধানীর মিরপুর ১৩ নাম্বারে পুলিশ কনভেনশন হলের সামনে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
এর আগে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এই ঘোষণা দেন। অন্যদিকে, শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে দুপুরে রাস্তায় নেমেছিল। এখন সড়কের যান চলাচল স্বাভাবিক। ওরা (শ্রমিকরা) সড়ক থেকে সরে গেছে।