Tuesday , January 14 2025
Breaking News

ফের বাড়তি মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

মো:সোলায়মান: রাজধানীর মিরপুর ১৩ নাম্বারে পুলিশ কনভেনশন হলের সামনের সড়ক ফের মজুরি বৃদ্ধির দাবিতে অবরোধ করে আন্দোলনরত শ্রমিকরা।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়, তবে পোশাক শ্রমিকরা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন। শনিবার (১১ নভেম্বর) দুপুর ২ টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নাম্বারে সড়ক অবরোধ করে শ্রমিকরা।

এর আগে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এই ঘোষণা দেন। অন্যদিকে, শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, যে বেতন মালিকরা নির্ধারণ করেছে সে বেতনে আমাদের কিছু হবে না। আমাদের বেতন আরো বাড়াতে হবে এ দাবিতে আমরা রাস্তায় নেমেছি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে দুপুরে রাস্তায় নেমেছে। পরে বিস্তারিত জানাবো।

এছাড়াও

ছবিকে জোকার বানিয়ে মাশরাফির ক্ষুব্ধ ভক্তদের প্রতিবাদ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *