Wednesday , January 15 2025
Breaking News

মিরপুরে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মিরপুর এলাকা থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- দীন মোহাম্মাদ (৪০)।
অভিযানে তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৯২ হাজার টাকা।
শুক্রবার (১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার ( ১৪ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এছাড়াও

ছাদ থেকে ৬০ পুলিশকে উদ্ধার করে র‍্যাবের হেলিকপ্টার

শেষবার্তা ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা ৬০ জন পুলিশকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *