শেষ বার্তা ডেস্ক : ঢাকার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ আসায় অন্ধকার কেটেছে প্রায় আট ঘণ্টা পর। সন্ধ্যার পরেই নেমে আসে অন্ধকার বিদ্যুৎ না থাকায়। দালান-কোঠার আড়ালে অনেকটা ঘুটঘুটে অবস্থার সৃষ্টি হয়। এরই মধ্যে ঢাকার বাইরেও বহু এলাকায় বিদ্যুৎ চলে এসেছে। তবে চাহিদা মাফিক বিদ্যুৎ না পাওয়ায় নিয়মিত লোডশেডিং দেওয়া হচ্ছে।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, এখন পর্যন্ত ডিপিডিসির অধিকাংশ এলাকায় বিদ্যুৎ চলে এসেছে। তবে সব এলাকায় পুরোপুরি দিতে পারিনি এখনও। কোথাও কোথাও আংশিক বিদ্যুৎ দেওয়া হচ্ছে। আমাদের প্রয়োজন ১৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে আমরা পাচ্ছি ৯০০ মেগাওয়াট।
অন্যদিকে, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আবহাওয়ার কারণে আমাদের ৯০০ মেগাওয়াটের মতো বিদ্যুতের লাগে। আপাতত ৭০০ মেগাওয়াট পাচ্ছি। তাই লোড ম্যানেজমেন্ট করেই সরবরাহ করতে হচ্ছে।
জানা গেছে, আশুগঞ্জ গ্রিডে ত্রুটির ফলে জাতীয় গ্রিডে বিপর্যয় (ট্রিপ) হয়। এতে রাজধানীসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে এ বিপর্যয় ঘটে।