Tuesday , January 14 2025
Breaking News

এ রক্ত বৃথা যাবে না: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা আলমগীর বলেন, গণতন্ত্র মুক্ত করার সৈনিক নারয়াণগঞ্জের শাওন গুলিতে নিহত হয়েছেন। দুই সপ্তাহে আমাদের তিনজন ভাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ মিছিল ছিল। কিন্তু পুলিশ তাতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যা করেছে।

আজ শুক্রবার বাদ জুমা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধানের গায়েবানা জানাজায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

জানাজা নামাজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সাখাওয়াত হোসেন খান, মীর সরফত আলী সপু, নাজিম উদ্দিন আলম, রফিকুল আলম মজনু, আমিনুল হক, সুলতান সালাহউদ্দিন টুকু,খন্দকার আবু আশফাক, ওলামা দলের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুইয়া জুয়েল, আ ক ম মেজাম্মেল হক, সাইফুল ইসলাম ফিরোজ, সাইফুল আলম নীরব, শফিকুল ইসলাম মিল্টন, ডা. জাহেদুল কবির জাহিদ, আমিরুজ্জামান খান শিমুল, ফরিদ উদ্দিন আহমেদ , বেনজীর আহমেদ টিটো, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মাহবুবুর রহমান মাহবুব, ২০ দলীয় জোটের শরিক জাগপার খন্দকার লুৎফর রহমান, এনডিপির ক্বারী আবু তাহেরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব আরো বলেন, শাওন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেনি। রাত ২টায় পুলিশি পাহারায় শাওনের লাশ দাফন করা হয়েছে। সরকার বাকশাল কায়েমের জন্য গুলি চালিয়ে শাওনসহ অন্যদের হত্যা করেছে। কিন্তু শাওনের রক্ত বৃথা যাবেনা। শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা তার রক্তের প্রতিদান নিতে পারব ইনশাআল্লাহ।

এ সময় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের পেটোয়া বাহিনী পুলিশ প্রশাসন লাশ দেয়নি। তারা ভিন্নখাতে প্রবাহিত করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ আমাদের শাওন অসংখ্য মিছিলে অংশ নিয়েছিলেন। আমরা পরিবারের মতো শাওন হত্যার বিচার দাবি করছি।

এছাড়াও

পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মো: সোলায়মান : রাজধানী পল্লবী ঢাকা মহানগর পশ্চিম পল্লবী থানা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *