শেষ বার্তা ডেক্স : দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন নিহত হওয়ার প্রতিবাদে। নয়াপল্টনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে সংক্ষিপ্ত এক বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ, নেত্রকোনা, নড়াইল, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অসংখ্য নেতাকর্মী আহত হন ও নারায়ণগঞ্জে মহানগর যুবদল নেতা মো. শাওনকে গুলি করে হত্যা করে পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। একই সঙ্গে বাদ জুমা নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে জেলা ও মহানগরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
এছাড়া শনিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।