নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টার পর ঢাকা মহানগর উত্তর ২৯ নং ওয়ার্ড বিএনপির সমর্থিত সাবেক কাউন্সিলর প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবুর পক্ষ থেকে এ দোয়া মাহফিল করা হয়।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম লিটন, আদাবর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম , শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জি এম বাদল।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আল আমিন মোহাম্মদ রিপন, আদাবর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক। মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বেলাল সিকদার বাপ্পি। ২৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দলের নেতারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক, তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ।