নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক নার্স দিবস ২০২৫ উপলক্ষে পল্লবী নার্সিং কলেজ ও স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পল্লবী নার্সিং কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজটির প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ বিশ্বাস স্বাধীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী নার্সিং কলেজের প্রিন্সিপাল মল্লিকা রায় এবং স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল উম্মে সালমা মিম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিপুল কুমার বিশ্বাস, এস.এম. তারিকুল হক, মোঃ মাহবুবুর রহমান, প্রদীপ কুমার বিশ্বাস, রাশেদুজ্জামান, আজিজুর রহমানসহ আরও অনেকে।
র্যালিতে অংশ নেন পল্লবী নার্সিং কলেজ ও স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নার্সদের আত্মত্যাগ ও মানবসেবার ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নার্সিং পেশার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।