নিজস্ব প্রতিনিধি: রাজধানী মিরপুরের নিষিদ্ধ ঘোষিত পল্লবী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজকে গণ ধোলই দিয়েছেন যুবদলের নেতাকর্মী ও জনতা। আজ ২ মে বিকেল ৪ ঘটিকার দিকে হোটস এ্যাপ গ্রুপে নাশকতার পরিকল্পনা করার সময় তাকে হাতেনাতে আটক করে ৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব রিয়াজসহ অনান্য নেতাকর্মীরা। সবুজের ওই হোটসএ্যাপ গ্রুপ কলের মাধ্যমে জানা যায় খুব শীঘ্রই পল্লবীতে বড় ধরনের নাশকতা করা হবে।

পরে ৫ নং ওয়ার্ডের আহ্বায়ক ইব্রাহিম খলিল থানায় ফোন করে পুলিশ নিয়ে আসেন। পুলিশের গাড়িতে সবুজকে দেবার সময় যুবদলের নেতাকর্মী ও উত্তেজিত জনতা গণ ধোলই দেন। সবুজের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া সবুজের বিরুদ্ধে ৪ অগাস্ট বিএনপি, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগে হত্যা মামলা রয়েছে বলে জানান ইব্রাহিম খলিল।

এ সময় যুবদলের ইব্রাহিম, রিয়াজ, জিহাদ, সোলইমান, আশিকসহ যুবদলের একাধিক নেতাকর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে শ্লোগান শুরু করলে সাধারন জনগণও আওয়ামী লীগের বিরুদ্ধে শ্লোগান দেন। পল্লবী থানা বিএনপি’র আহ্বায়ক কামাল হোসেন ঘটনা স্থলে উপস্থিত হয়ে ইব্রাহিম খলিল, রিয়াজসহ সম্মিলিতভাবে পুলিশের কাছে সবুজকে সপর্দ করে দেন। ছাত্রলীগ নেতা সবুজ অসুস্থ হয়ে পরলে তাকে কুর্মিটোলা হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।