Thursday , July 31 2025
Breaking News

ঢাকা উত্তরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও গণশুনানিতে অংশ নিলেন আমিনুল হক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৫টি ওয়ার্ডের ৭টি ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও গণশুনানিতে অংশ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ (২৭ এপ্রিল) উদ্বোধন অনুষ্ঠানে আমিনুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ-এর আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, সাহায্য ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।”

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণের কথা শেয়ার করেন।

এছাড়া, প্রতিদিনই আমিনুল হক ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় হাসপাতালগুলোর সেবার মান উন্নয়নে চেয়ার অনুদান প্রদান করছেন। শিশুদের ভালো কাজে উৎসাহ দিতে উপহার হিসেবে সাইকেল বিতরণ করছেন এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়ন ত্বরান্বিত করতে নিয়মিত পরামর্শ দিয়ে চলেছেন।

জনসেবামূলক এ কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন আমিনুল হক।

এছাড়াও

বিএনপি চায় উৎসব মুখর নির্বাচনী পরিবেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হউক – আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় নির্বাচন মানে একটি উৎসব মুখর পরিবেশ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *