নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে ৫ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) পল্লবী ১১ নং বাউনিয়াবাধ ইসলামিয়া আলীম মাদ্রাসা মাঠে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং ৫নং ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন এবং পল্লবী থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আশরাফ আলী গাজীর সার্বিক তত্ত্বাবধানে প্রায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আমিনুল হক বলেন,বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পূর্নবাসন করার আর কোন সুযোগ নাই। বাংলাদেশের জনগণ এই অবৈধ ফ্যাসিষ্ট আওয়ামী ভয়াবহ রুপ আর দেখতে চায় না। আওয়ামী মানে হচ্ছে একটি শোষণ। আওয়ামী মানে হচ্ছে একটি অভিশাপ। সেই অভিশাপ নিয়ে বাংলাদেশের মানুষ আর কখনও বাঁচতে চায় না।কারন বাংলাদেশের মানুষ স্বস্তি চায়,শান্তি চায়। ভবিষ্যৎতে আর কোন স্বৈরাচার দেখতে চায় না।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ থেকে তখনই পরিপূর্ণভাবে গণতন্ত্র ও স্বৈরাচার মুক্ত করতে পারব যখন বাংলাদেশে একটা অবাধ ও সুস্থ নিরপেক্ষ নির্বাচনে এদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আওয়ামী স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।কোন ভাবেই আওয়ামী স্বৈরাচারের দোসরদের কে সুযোগ দেয়া যাবে না। তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।প্রয়োজনে দৃঢ় হাতে মোকাবেলা করতে হবে।
এছাড়া উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক এবিএম রাজ্জাক, মাহবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক মোহাম্মদ কামাল হোসাইন খান,যুগ্ম আহবায়ক মোতালেব হাওলাদার,৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম গাজী, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান,৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলিম মিরাজ,পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন গাজী, পল্লবী থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাজী তৈয়ব, পল্লবী থানা শ্রমিক দলের সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল,পল্লবী থানা মহিলা দলের আহবায়ক লাকি রহমান ও সদস্য সচিব সৈয়দ দিলারা ইসলাম পলি, ভাষানটেক থানা মহিলা দলের সদস্য সচিব মিসেস জোসনা বেগম।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপত্বিতে করেন ৫নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক জাহানারা হোসেনের ও সঞ্চালনা ছিলেন সদস্য সচিব মিসেস লিপি আক্তার।